খুঁজলাম  
একটা একটা করে নেড়ে ঘেটে
ডায়েরীর পাতা,
কয়েকটা শুকনো ফুল, পূজোর;
কাগজের টুকরো, অর্থহীন;
আর কয়েকটা নোট, কড়কড়ে দশ টাকার
ভাঁজে ভাঁজে বই এর।
নতুন পুরোতনের শক্তিশালী জোট
বুক সেল্ফ এ;
ধূলোর স্তর ঝেড়ে ঝেড়ে
কিছু নিস্তেজ কাগজ,
ফাইল, জীর্ণ বাক্স, স্তূপ বাতিলের
নেই, কোথাও নেই
ঝক ঝকে সুন্দর কবিতাটি, তোমার;
একবার যদি খুঁজতাম খাঁজের মাঝে
বুকের!