মা, হাত খানি তোর বুলিয়ে দে একটু মাথায়
চোখের পাতা বুজে আসছে ,
না মা আমার শ্বাস নিতে নয়
কষ্ট হচ্ছে রফিক সালাম ছিটকে পড়ল,
হ্যাঁ আমি তো যাচ্ছিলাম মা ওদেরকে হাসপাতালে;
টিয়ার গ্যাসে জ্বলছিল চোখ পাচ্ছিলাম না কিছু দেখতে
পায়ের কাছে জাব্বার না কে ধূলোয় পড়ল,
ছটপট করছে, তীব্র যন্ত্রণা
রক্ত মা রক্ত লাল...


মা হাতটা তোর বুলিয়ে দে
স্নেহের হাতটা ,
মা মাথাটা ব্যাথা করছে কেন?
জানিস  ওরা -
কেড়ে নিতে চায় তোর ভাষা,
তুই বল মা আমি কেমন করে বাঁচি
তোকে ছেড়ে? তোর প্রাণের ভাষা ছেড়ে?
তোর ভাষাই তো তোর সম্মান মা,
আগলে রাখতে চেয়েছিস তুই আমাকে অনেক কষ্ট সয়ে,
আমি কেমন করে থাকি মা চুপ করে  
ওরা চেপে ধরতে চাই তোর  গলা,
রুদ্ধ করবে কণ্ঠ তোর বাংলা ভাষার;
পারি না মা হারাতে তোর মান,
না মা না আমার কাছে রক্তের চেয়েও দামী তোর সম্মান।


মাথাটায় তোর কোমল হাতটা বুলিয়ে দে মা,
মাথাটা কেমন ভারি ভারি লাগছে ,
হাতটাও অবস কেন মা...?


ঐ তো ওরা লুকিয়ে ছিল কোথাও!
ছুটে আসছে, কাঁদানে গ্যাস ;
ধোয়া চারিদিক সবাই সাবধান,
লাঠিচার্জ, জল দাও চোখে জল-


ঊর্দু ভাষার নেই ঠায়
মাতৃ ভাষা বাংলা চাই,
দলে দলে এগোও সবাই
লড়ব মোরা ভাষার লড়ায়।


মাতৃ ভাষা বাংলা ভাষা
ভাষা মোদের প্রাণ,
রক্ত দিয়ে জীবন দিয়ে
রাখব তোমার মান।


গুলি গুলি ওরা গুলি...
গু...লি...