মুখটি তুলে পূব আকাশে
একটু চেয়ে দেখে,
ঘোমটা খুলে রং আবেশে
সূর্য্যি মামা ডাকে,
ওঠ্ রে তোরা খুকুমণি
ওঠ্ রে খুলে দোর,
জেগে উঠে দেখ্ রে খুকি
কেটে গেছে ভোর,
দেখ্ না ওরে চক্ষু মেলে
উঠছি কেমন হেসে,
দিই না আমি কোন ফাঁকি
আলসেমীতে ভেসে,
সোনা রোদ্দুর ছড়িয়ে দিয়ে
সবুজ শিশির ঘাষে,
রোজই আমি উঠি জেগে
হিসেব ঘড়ি কোষে,
দেখ্ না চেয়ে রোদ ঝলমল
সকাল কেমন হাসে,
ওঠ্ রে এবার জেগে তোরা
আপন তেজের বসে।