একটা ঢিল পড়ল ছাদে
আমার ঘরের,
হয়তো ডাল, গাছের
কিংবা ঝুনো নারকেল ,
হতে পারে কেরামতি কোন বালকের;
জানি আমিও , কম নয়
ছুঁড়ে দিলাম আকাশে -
একটা ঢিল;
এটাও জানি,পড়বে তোর ছাদে
ফিরে এল, পতুত্তরে-
একেবারে উঠোনে, আমার ঘরের
প্রমান সহ তোর ছোঁড়ার।
ছুঁড়লাম এবার সরাসরি-
তোর জানলা লক্ষ্য করে,
জানতাম, জব্দ হবি না তুই
ছুঁড়লি আবার ;
বেড়ে গেছে আস্পর্দ্ধা তোর,
অনেক হয়েছে আর নয়
দেখব এবার হাতে হাতে
বের কর তুই -
লাঠি ,হেসো ,সকেট
মেশিনগান, মিসাইল আর যা আছে;
আমারও আছে অ্যাটাম বোম
কেমিক্যাল সেল, হাই ভোল্ট;
আই এবার ধ্বংস হই দুজনাই !