ভাবছি বসে একা-
একটা কবিতা লিখব, তোমাকে নিয়ে
একটা প্রেমের কবিতা,
চাঁদের উপমায় যদি উপমেয় করি?
হাজার নক্ষত্রের আকাশে পূর্ণিমার চাঁদ তুমি,
না না, চাঁদে তো কলঙ্ক আছে
আমি তো দেখিনি কোন কলঙ্ক তোমার;
তবে, সূর্যের সাথে তুলনা করা যাক-
পূর্ণ বতী তুমি এক জ্বলন্ত কুণ্ড ,
না, তাও হবে না!
অত দৃপ্তি দিলে তোমায়
ঝলসে যাব আমি, নিজে;
এবার তবে-
নদীর সাথে তুল্য বুঝি তুমি?
এক ফল্গু নদী তুমি হৃদয়ের,
কিন্তু নদী হলে তো -
পাল্টে যাবে ইচ্ছে মত শ্রাবন বা খরায়,
যদি মেঘ হও-
ভাসবে হয় তো নাগালের বাইরে,
হিমালয় ছেড়ে চেরাপুঞ্জির বুকে!
কিন্তু, আমার হৃৎপিণ্ড যদি উপমান হয়,
তবেই বুঝি আমার থাকবে, আমার মত।