বারে বারে খেলে যায়, কী এক অনুভূতি!
ফিরে আবার মিলিয়ে গিয়ে;
অক্সিজেন যেমন বাতাসে মেশে  ক্ষণে ক্ষণে,
কিংবা ঢেউ যেমন মিলায় তিরে,
খেলছে বুকের ভেতর
একদল বালক ফ্রাস বা জার্মানীর
নরম ঘাসে বিকেলের হেলান আলোয়,
হয়তো দিচ্ছে বুক পেতে কুয়াশা নরম ডানায়,
হতে পারে টুপ টুপ ঝড়ছে বিন্দু বিন্দু শিশির,
মোহনায় যেমন নদীর অনুভূতি,
অথবা গেয়ে ওঠে পাখি যে অনুভূতি ছুঁয়ে;
কী এক অনুভূতি ! খেলে যায় বারে বারে,
ধরতে গিয়ে আঁকড়ে দু হাতে
সরে সরে যায় পারদ যেমন মুঠোতে,
তবুও চায় মন ধরতে, আঁকড়ে দুহাতে
হৃদয়ে চিরতরে!