মনে আছে?
সেদিন একটা প্রজাপতি বসেছিল
গোলাপের নরম পাপড়িতে
আমাকে ডেকে বলেছিলে-
'দেখ কত সুন্দর হলুদ সাদা ডানা'
ঝরণার তোরে কচি পাতার মত ডানা নাড়ান দেখে বলেছিলে-
'কী দুষ্টু! দোলাচ্ছে কেমন ডানাগুলো!'
সাধ জেগেছিল মনে তোমার
কোমল ডানা ধরে হাতে নিয়ে বলেছিলে
' আহা কী সুন্দর !'
আদর দিতে দিতে
হারিয়ে যাচ্ছিলে তুমি ধীরে ধীরে,
ভাবছিলে বুঝি তুমিও যাবে উড়ে
রাজপরী হয়ে মেলে দেবে ডানা
মেঘের সাথে সখ্যতা করে ভাসবে নীলে নীলে,
কত মাঠ, প্রান্তর, ঝরণা, পাহাড়, নদী পেড়িয়ে
পৌঁছে যাবে সাগর পাড়ের রাজপুরে,
যাদু কাঠি ছুঁইয়ে এঁকে দেবে রাজকুমার
রূপোলী স্বপ্ন তোমার চোখে মুখে ঠোঁটে,
স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে তুমি
এলো মাথা রেখে রাজকুমারের বুকে;
হটাৎ কখন উড়ে গেল প্রজাপতি-
ডানা দুটো মেলে দিয়ে আকাশে,
হাতে তোমার লেগে রইল ডানার বেদনা-আবির,
আমি দেখেছিলাম প্রতিচ্ছবি ওতে তোমার যন্ত্রনার;
আর আজ যখন তুমিই গেলে উড়ে  
কেউ নেই দেখার আমার বুকের নীল বেদনা!