ছুঁড়ে ফেলে আবরণ শীতের
একটা প্রজাপতি, উজ্জীবিত
গন্ধ মেখে মুকুলের
ছুঁয়ে গেল রেণু, শর্ষে ফুল।
একটা দমকা হাওয়া, দক্ষিণা
উড়িয়ে নিয়ে গেল পাঁপড়ি
কোমল গোলাপের
উত্তরের উন্মুক্ত জানালায়।
সুঠাম পলাশ দাঁড়িয়ে
উঠোনের পাশে রক্ত মেখে।
কার কোমল হাত ছড়িয়ে দিয়েছে
কলঙ্ক হীন সাদা স্বপ্ন
অসীম নীলিমার বুকে।
গেয়ে গেল মোহন সুর
শিমুলের ডালে খেয়ালি কোকিল।
এলো বুঝি বসন্ত, এলো বসন্ত!