তুমি আসবে বলেছিলে-
দুপুরের ভরপুর রোদ দেহে মেখে।
বাঁধানো গাছের ছায়ায়  একলা নির্জনে বসে
চেয়ে আছি , দোকান পাট গোটানো
জনহীন দুপুরের রোদ্র ভেজা পথে,
বকুলের গন্ধে বিভোর এক দল ভ্রমর
এসে রেণু ছুঁয়ে গেল,দুলতে দুলতে
থেমে গেল কখন আদর মাখা ফুল গুলো,
এক জোড়া শালিক খুঁজে খুঁজে নিয়ে গেল
দলিত হওয়া শুকনো ঘাস,
দুটোর ট্রেন হর্ণ বাজিয়ে গেল নৈশব্দতা ভেঙে
হৈ হুল্লোর দুঃখ বেদনা বুকে পুরে,
একটু একটু করে নেমে এল পড়ন্ত বিকেল,
কিছু শুকনো পাতা হামাগুড়ি খেল
ধূলোয়, দখিনা বাতাসের তালে,
বিকেল পেরিয়ে গোধূলির শুভ্র মেঘ গুলো
রঙের আভা মাখল প্রেয়সী রবিকে বুকে জড়িয়ে,
বকের ঝাঁক এক বুক সাঁঝ নিয়ে গেল পাখা মেলে,
ঝুপ করে ঝাপিয়ে পড়ল জলে একটা
সন্ত্রস্থ ব্যাঙ সন্ধ্যের আঁধারে,
নির্ভয় দুর থেকে অবাক চেয়ে দেখল একটা শেয়াল-
বসে এখনও কে এই নির্জনে!