তুমি ভয় পেও না
তুমিই পারবে দূর করতে আঁধার
জ্বেলে দাও আলো,
আসুক না জগদ্দল পাথরের মত
চেপে ধরুক তোমায়,
তুমি শুধু নিভতে দিও না
যত পার উস্কে দাও পলতে
ভেজাও কেরোসিনে,
দেখবে আলো ছড়িয়ে পড়েছে
আঁধারের বুকে,
আলোকিত হবে আঁধার নিজেই,
পারবেনা কোন দিন নেভাতে
যেমন পারেনি-
ছিন্ন করে মুণ্ডু
অভিজিত রায়ের আলো!