তোমার স্বর্ণ-ভূমি আজ
বন্য বধ্য ভূমি,
দিন রাত ছোটাছুটি-
শিকার শিকারীর;
ছাগল ভেড়ার দল, তৃণভোজী
ভুলে গেছে শিং এর ধার,
মাংসাশী ভোলেনি তার
রক্তের স্বাদ;
চলছে অবিরাম -
নখাল আঘাত, কাড়াকাড়ি, ছেঁড়াছেঁড়ি
জবর দখল সীমানার;
আর কতদিন আতঙ্কে ছোটা!
এবার সময় বিবর্তনের,
শিং এর আঘাতে আঘাতে
ফুঁড়ে ফেলার -
শেয়াল নেকড়ের বুক!