যদি তুই স্বর্ণলতা হোস
জড়িয়ে ধরিস শাখা !
আমি হব তোর
খনিজ লবণ গাছ!


ছুটিস যদি উথাল পাথাল
চূর্ণ করে পাথর বাধা
স্রোতের তোড়ে স্রোতসিনী!
আমি হব তোর
দুকুলের দুই পাড়!


যদি তুই সুবাস ছড়াস
প্রেমের রাঙা গোলাপ হয়ে!
আমি হব তোর
কাঁটা বুকে বৃন্ত ডাঁটা!


তুই যদি চাস প্রবল বেগে
বৃষ্টি হয়ে ঝড়তে!
আমি হব তোর
বুক পাতা ঐ রুক্ষ ভূমি!


আর যদি চাস জ্বালিয়ে দিতে
দ্বগ্ধ করতে চারিদিক!
আমি হব তোর
দ্বগ্ধ হওয়া জ্বালানি !