চাঁদ তুই আর ঐ আঁধারে
মলিন হোস না,
মাখিস না আর কলঙ্ক গায়;
তোর দিকে দেখ চেয়ে আছে-
মৌন পাহাড়, ভরা নদী, খোলা মাঠ
নরম চোখে সবুজ খেত;
দেখছে তোকে স্বচোখ মেলে,
বুকের কোনে স্বপ্ন এঁকে,
মাখতে যে চায় তোর রূপোলী
ভালবাসা; অপেক্ষাতুর!
হারাস নারে তুই হারাস না,
আঁধারে তুই আর হারাস না;
অবুঝ ওরে, পারবি না তুই
মুক্ত হতে আঁধার থেকে?
কলঙ্ক যে তোর লাগবে গায়ে,
পারবি না যে মুছতে কালি!
কীসের টানে মজে গেলি?
ভূ-এর ছায়া গায়ে নিলি!
জানতি নাকি জানতি না তুই?
লম্পট যে এক ঐ পৃথিবী!
জানলি না তুই বুঝলি না তুই,
আবেগ বশে পৃথিবীর ঐ কক্ষে এলি;
লাগল যে তোর গ্রহণ মনে,
কুরে কুরে খেল তোকে আঁধার কোনে;
পারলি নারে পারলি না তুই
কলঙ্ক দাগ মেখেই নিলি!
পারলি না আর কক্ষ থেকে আলগা হতে,
পারলি নারে পারলি না তুই
পৃথিবীকে সবক দিতে!