যেন মরিচীকাময়
বিষন্ন মরুভূমিতে হাটছি,
উটের প্রাণ নেই আমার
তাই আজ ক্লান্ত।
আমি সবুজ চেয়েছিলাম
অথচ বিবর্ণতাকেই আঁকড়ে ধরলে,
ধূলি ঝড়ের তৃপ্তি নিয়ে
পথিককে বোকা বানানোর
কুশলী দক্ষতায়,
কণ্টকদন্ত বের করে হাসলে,
চোখে ধূলি দেবার সজীব ভঙ্গি যেন!
ভাবছ খরগোসের
কচ্ছপকে বোকা বানান সহজ!
রইলাম না হয় হাস্যস্পদ গাধা হয়ে!
কী এসে যায় তাতে তোমার !
জলন্ত তাপে জলীয় বাস্প
শোষণের স্বাদ পেলে,
অক্সিজেন দানের স্বাদ কী!
তা অর্থহীন, মূল্যহীন!