আমার স্কুল পালানো ছেলেটা  
পার্কের সবুজ আঙিয়ায়
বাতাসে ভেসে আসা চাঁপার
সুবাসে ফুঁ দিয়ে
অক্সাইড মিশিয়ে দেবার অভ্যেস
এখন ফেবিকুইক দিয়ে জুড়ে রেখেছে।
প্রেমিকার কানে কানে শোনানো সুর
ঢেউয়ের ছন্দে এখনও
ঠোঁট ছুয়ে যায়।
ভেবেছিলাম মানুষ হবে
সামুদ্রিক নীলিমা ছেড়ে
ফিরবে তীরে,
ফিরল না, ফিরে চাইল না
পাড়ের সবুজে,
মাটির সোঁদা গন্ধে নাক বুজল।
ভেবেছিলাম কর্মঠ হবে
শিল্পিত দুই হাতে গড়ে তুলবে
শৈল্পিক স্বপ্ন রাজ্য,
অথচ আর বখাটে ছেলেদের সাথে
হাতাহাতি করে
ভাগ্য রেখা পালটে নিল।
ভেবেছিলাম হাতে হাত ধরবে
একে অপরের,
ভবিষ্যত্ আনবে মুঠোয়;
তাও হল না!
এখন আবার চোর পুলিশ খেলায় মেতেছে,
সরল বালকের স্বভাব থাকলে
ভালই হত,
আমার অদ্ভুত লাগে ওকে
চোর ধরলে বলে ধরিনি!
পুলিশ মারলে বলে মারিনি!