আর কত আঘাত সইবে
ত্বক ও পেশীর অন্তঃস্থ গুরু মণ্ডল !
আঘাতে আঘাতে জমবে
একটু একটু করে
থকথকে রক্ত ম্যাগমা, বেদনায়
বয়ে যাবে ধীর স্রোতে
অলিন্দ থেকে অলিন্দ বেয়ে;
বুকের পাত দুটো ভাসতে ভাসতে
একদিন ঠিক বেরিয়ে আসতে চাইবে
পেশি আর ত্বক ফুঁড়ে,
দেখবে সেদিন
কেমন করে মোচড় দেবে
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু,
ছিন্ন ভিন্ন হবে শিরা, পাকতন্ত্রী
উপড়ে আসবে স্বপ্ন পুজারী চোখ,
দেখবে কিভাবে
মূলমধ্যরেখার মান
পৌঁছে যাবে শূন্য থেকে মহাশূন্যে!