কালো পিঁপড়ে হলুদ পিঁপড়ে আর সব,
স্থলে ফুলে যত পিঁপড়ে গুড জব,
করো নাকো হানাহানি
মাখ নাকো ক্লেদ গ্লানি
আমিরা সব ধরম পিঁপড়ে গায় রব!


ওরে মানুষ ভবের ফানুস অলস জ্ঞানী,
আরাম বসে দিচ্ছ কত সরস বানী,
পিঁপড়ে দেখ বুদ্ধি সরল
দেয় না ঢেলে তিক্ত গরল
তোমার কেন বুদ্ধি কড়াল অবোধ প্রাণী?


ওগো পিঁপড়ে কেমন করে জীবন পথে ধাও,
নতুন যারা আসে পথে তাদেরও শেখাও,
নাই লোভ নাই দ্বেষ
বাঁচাটাই এক শেষ
করো নাকো টানাটানি ছেঁড়া ছেড়ি হাউ!


ওগো প্রিয় শ্রম পুজারী পিঁপড়ে শ্রমিক,
নেই জমিদার নেই জমাদার অন্ধ বণিক,
সময় এলে সদলবলে
খাবার এনে রাখ তুলে
দুঃখ বেদন পায়না ছুঁতে তোমার বিবেক।