গোঁফ ওয়ালা এক গোঁফ দাদা,
গোঁফের জোরে খুব নাম জাদা!
যাইনা কেনা অর্থ দিয়ে,
হয়না এমন নকল রুয়ে!
ভাগ্য জোরে জোটে এমন,
চাইলেই কি পাবে তেমন!
কেমন রকম পাকানো গোঁফ,
নহে গো ভাই বেড়াল-ঝোপ!
ঠোঁটের উপর টানা বাঁকা,
শিল্পীর যেন তুলির আঁকা!
দেখেন যদি রাজন রাজ,
পড়বেই তাঁর কপালে ভাজ!
কেহ বলে এইতো ধাওয়ান,
গোঁফ পাকিয়ে গাইছে গান!
আবার কেহ বলছে পাছে,
তুলে দিয়ে একটু গাছে!
'গলিও কা রাম লীলা',
রণবীর কা অর এক চেলা!