একটু হাসি ঠোঁটের কোনে,
একটু দেখা সমুখ পানে।
একটু মিঠে কণ্ঠ ধ্বনি,
একটু চোখের চুপ চাহনি।
একটু ছোঁয়া নরম হাতে,
একটু কথা গোপন রাতে।
একটু যাওয়া খুব নিরালায়,
একটু পাওয়া বুকের ছোঁয়ায়।
একটু চোখে স্বপ্ন আঁকা,
একটু প্রাণে সোহাগ মাখা।
একটু ঠোঁটে নরম আশা,
একটু বুকে বুক পিয়াসা।
একটু গোপন গোপন মিলন,
একটু আপন রাত্রি যাপন।
এসব প্রেমির প্রেমের চাওয়া,
আপন করে আপন হওয়া।