'শাক দিয়ে মাছ ঢাকা'-
এমন একটা প্রবাদ আছে
যার অর্থ সত্য গোপন করা
বুদ্ধিমান মাত্রই জানেন
সত্য গোপন করতে বুদ্ধির প্রয়োজন
আবার বুদ্ধির জোরেই
'ভগবান ভূত' হয়,
তাহলে বোঝা গেল
শাক দিয়ে মাছ ঢাকেন বুদ্ধিমানরাই
এখন দেখার বিষয়-
মাছ দিয়ে যারা শাক ঢাকার চেষ্টা করেন
তারা বোকা কিনা,
আসুন একবার যাচাই করা যাক!