তিল তিল সৌন্দর্য সংগ্রহ করে
স্রষ্ঠা ব্রহ্মা সৃষ্টি করেছিলেন
ষোলো কলার তিলোত্তমা,
তিনি জানতেন-
সুন্দ ও উপসুন্দের কলুষ বাসনা,
তাই, তাদের অমরত্বে ফাঁক রেখেছিলেন
সেই অমরত্বের ফাঁকে
তিলোত্তমাকে দাড় করিয়ে
তার চোখ, ঠোঁট, স্তন, নিতম্বের ভাঁজে ভাঁজে
ভরে দিয়েছিলেন বিষ বৃক্ষের রস,
হ্যাঁ, সেই রস পান করেই
বিষাক্ত হয়ে উঠেছিল তাদের স্নায়ু
পৃথিবীর মাটিতে নেমে আসার জন্য ।


     # অচিন্তদাকে দিলাম