যে গাছেতে কোকিল ছিল
উঠত দুলে কোমল সুরে,
সে গাছেতে চিল শকুনী
নখের জোরে শাখা ফুঁড়ে।
যে মাটিতে সবুজ ছিল
শস্য কণা স্বর্ণ ধানের,
সে মাটিতে ধূসর ছায়ে
লম্বা সারি হাড় পাঁজরের।
যে ঘরেতে শান্তি ছিল
কুমড়ো লতা লাউ এর ডগায়,
সে ঘরেতে সর্প দোলে
কিল বিলিয়ে ওঠে আগায়।
যে বাতাসে গন্ধ ছিল
হাসনুহানা লাল গোলাপের,
সে বাতাসে গন্ধ এতো
মরা দেহ পঁচা লাসের!
যে আকাশে স্বপ্ন ছিল
হলুদ রাঙা শরৎ মেঘের,
সে আকাশে ধূম্র কালো
কাল বৈশাখী করাল ঝড়ের।
যে নদীতে রক্ত ছিল
মাতৃ প্রেমের ভগ্নি প্রেমের,
সে নদীতে উথলে ওঠে
রক্ত- চপার ভাতৃ খুনের।
যে দেশেতে মানুষ ছিল
বাহান্ন আর একাত্তরের,
সে দেশেতে এত্তো মানুষ  
ধর্ম-নামে খুন জখমের!!