পরাজিত সৈনিকের গল্প শুনতে শুনতে
তার করুণ চিত্রগুলো
এঁকে নিলাম কল্পনায়
বিভৎসতার চিত্র,
তারপর-
চিত্রের ভেতরে কাল্পনিক পেন্সিল আঁচরে
দাঁড় করালাম এক একজন প্রতিপক্ষ
থরে থরে সজ্জিত হল
আধুনিক প্রযুক্তির বিধ্বংশী শক্তি,
সেনাপতির ঠোঁটের তীক্ষ্ণ স্বর
ছড়িয়ে দিলাম সৈনিকে সৈনিকে,
লড়াই প্রস্তুত ;
এরপর যুদ্ধক্ষেত্রে
প্রতিরোধক অদৃশ্য ছক এঁকে
কেন্দ্রে দাঁড় করালাম পরাজিত সৈনিককে
ৈসনিক উঠে দাঁড়াল
তারপর সূর্য থেকে
সৌরতেজ ছড়িয়ে দিলাম তার দেহে
তেজদৃপ্ত হল,
কবির কলম দিয়ে
তার বুকে লিখে দিলাম
'দৃঢ় মনোবল'
সে মাথা তুলে চেয়ে দেখল,
তার চোখে ছড়িয়ে দিলাম মাটির স্বপ্ন
তার চোখ থেকে
বেরিয়ে এল তীব্র জ্যোতি,
এরপর-
তীব্র জ্যোতি থেকে ছড়িয়ে পড়বে আগুন
বিজয়ের পথে পথে!