০১
আকাশ আঁকতে গিয়ে
পাখি এঁকে ফেলি,
ধরতে গেলে উড়ে পালায়!


০২
কোকিল ডাকলে ফোঁটো,
ঘুঘু ডাকলে কেন ফোঁটো না
বসন্ত পলাশ!


০৩
বসন্তের আগুনে জল ঢালবেন না,
কারণ শীত আসতে দেরি নেই!


০৪
সিগারেটের আগুনে
বিড়ি ধরাতে গিয়ে
কেউ কেউ ভাবেন স্বাদ বদল!


০৫
মনের বাঁকে বাঁকে
শাপলা ফুল ফুটে থাকে
দুদণ্ড চেয়ে দেখার।


০৬
মেঘের প্রেমে পড়লে
বৃষ্টি ছুঁতে পার,
কারণ মেঘ থেকেই বৃষ্টি !


০৭.
নদীতে কবিতা জন্মায়,
যদিও নদীর পাড় বেয়ে স্রোত থাকা চাই!


০৮.
জামায় প্রজাপতি বসলে
গায়ে রঙ্ লাগে,
তা কাউকে দেখাতে পারিনা!


০৯.
পাখির ডাকে ঘুম না ভাঙলে
ভোরের নরম স্বাদ পাবেন না।


১০.
গোধূলির সূর্যকে
প্রভাতী সূর্য ভাববেন না,
নইলে সূর্যমুখীরা মুখ ফেরাবে!


       -মোহন মণ্ডল