রূপকথার গল্পে
যে সকল ডানাওয়ালা পরী
জ্যোত্স্নার স্নিগ্ধ আলোয়
রাজকুমারদের হৃদয়ে নীল রঙের
আলোড়ন ছড়িয়ে দিতে গিয়ে
অমাবস্যার নিশিরাত পর্যন্ত
অপেক্ষা করেছিল, আর নিজেরাও
নীল হয়ে আঁধার ছুঁয়েছিল,
তারা যদি
আঁধারের কালো রং ডানায় মেখে
বাঁদুর বা চামচিকে হয়ে থাকে এবং
সচক্ষে দেখা কোন ভাঙা ঝুল বাড়ান্দায়
সারি সারি ঝুলে ঝুলে স্মৃতিচারণ করে,
তবে তাদের পুনরায় সাদা পরী হওয়ার
শেষ ইচ্ছে আছে কী নেই
তা জানতে চাই।