বর্ষা ,
শব্দটাতেই তো সৃষ্টির শুরু,
জীবনের শুরু তার ছোঁয়াতে
ছাইয়ের শেষ কণাতেও তারই অধিকার,
তার নামটাই যথেষ্ট।


বর্ষা,
নামটাই মোহময় ,প্রেমময়,
ঘন ঘন শ্রাবণ ধারা
ভাসায় বসুন্ধরা,তারই স্পর্শে,
প্রেমিকার স্নিগ্ধ মধুর গন্ধের ছোঁয়া।


বর্ষা ,
নতুন তো তারই সাথী,
বৃক্ষরাজি আজ নব যৌবনের দূত,
সজ্জিত করেছে নিজেকে,
নতুন সুর ধরেছে জীবনে।


বর্ষা,
নামটাই ছুটন্ত,
এপ্রান্ত থেকে ওপ্রান্ত সে ভাসায় দুকূল
নুপূর পায়ে বেড়ায় নেচে সকাল বিকাল দুপুর
মাটি যায় ছুঁয়ে ব্যস্ত শীতল স্রোত।


বর্ষা ,
নামটাই ধ্বংসাত্মক,
বিধ্বংসী আগুন তারই অন্তর্হিত,
বাঁধগুলি তো সেই ভেঙেছে
প্রাণ কেড়ছে লক্ষাধিকের।
  
তাই, সমগ্র পৃথিবী ,তুমি ,আমি
আজ সবাই প্লাবিত।