শুকনো পাতার চাদর জড়িয়ে গায়ে
বসন্ত আসে , ধূলি ধুসরিত পায়ে ।
দূরে তার প্রিয়া বসে আছে পথ চেয়ে ,
ফিরে যেতে হবে গ্রীষ্মের চিঠি পেয়ে ।
পলাশে যখন লালে লাল হবে বন ,
কোকিলের ডাকে ভীষণ উদাস মন ,
তপ্ত দুপুরে পাতা খসা শাল বনে
মর্মর ধ্বনি শোনা যাবে ক্ষণে ক্ষণে !
তখনই হঠাৎ শিরশিরে হাওয়া এসে ,
ঘুরে যাবে যত উদাসী হৃদয় ঘেঁষে ।
অশোক শিমুল পলাশের বনে বনে ,
ফাগুনের রঙ আগুন লাগাবে মনে ।
হয়তো তখন একটি কিশোরী মেয়ে
রবি ঠাকুরের দুকলি উঠবে গেয়ে ।
মুমূর্ষু কারো হৃদয়ে লাগাবে দোলা
আজি বসন্তে " দখিনো দুয়ার খোলা " ।
- মহুয়া বিশ্বাস