পুরোনো বইয়ে হঠাৎ পেলাম
তোমার দেওয়া ফুল ।
শুকিয়ে গেছে , তবুও কেমন
ঝরেনি একচুল ।

এখনো কি আগের মতো
ফুলেই প্রপোজ করো ?
রাগ দেখিয়ে যায় সে যখন
হাতটা টেনে ধরো ?

আমি এখন ফুল ধরিনা
ভুল করিনা আর ।
একলা ঘরে বই আর আমি
পেতেছি সংসার ।

- মহুয়া বিশ্বাস