কেউ কি ছেড়ে চাইছে যেতে ? যাক্ ।
যে কটা দিন সঙ্গে ছিলো ,
সেই স্মৃতিটাই থাক ।
ভয় পেয়োনা একলা হবার ,
শিরদাঁড়া থাক সোজা ।
কেবা আপন , কেই বা পর
বন্ধ থাকুক খোঁজা ।
তোমায় ছেড়ে যায় যদি কেউ ,
রাস্তা রেখো খোলা ।
হারিয়ে তাদের ভয় পেয়োনা
ভয়টুকু থাক তোলা ।
ভয় পেয়োনা কমতে দেখে
মানুষ আশে পাশে ।
বরং সেটাই ভয়ের হবে
দিন যদি আজ আসে ৷
মন জুগিয়ে চলতে চলতে
রৌদ্রে , জলে ভিজে ,
কেমন করে কখন যেন
হারিয়ে গেছো নিজে ।
- মহুয়া বিশ্বাস