অনেক হল বন্ধু বন্ধু খেলা ।
উড়লো কত বন্ধু রূপী ফানুস ।
চারপাশে এই মুখ মুখোশের ভীড়ে
এলো কত হরেক রকম মানুষ ।
এমুখ ওমুখ খুঁজছি তোকে কত
খুঁজছি তোকে মুখোশ মেলার ভীড়ে ।
দিন গড়িয়ে সন্ধ্যা নামা দেখে
বন্ধু আমার হয়তো গেলি ফিরে ।
আর কতদিন ফিরবো খুঁজে তোকে ?
আর কিভাবে খুঁজবো তোকে বল !
বন্ধু ভেবে যাকেই দেখি ছুঁয়ে ,
সবার মুখেই বন্ধু হবার ছল ।
তোর নামে রোজ দিচ্ছি বিজ্ঞাপণ ।
বিজ্ঞাপণের কাগজ উঠছে জমে ।
মিশছে না জল , নাড়ছি চামচ যতই
দ্রাব্য-দ্রাবক স্পষ্ট ফারাক ক্রমে ।
- মহুয়া বিশ্বাস