হাত ছেড়ে চলে গেছে ,
জীবনের অগণিত দিন ।
কমেছে হাড়ের জোর ,
চোখেরও দৃষ্টি কিছু ক্ষীণ ।

ত্বকেতে পড়েনি ভাঁজ ,
চুল তবু কমতির দিকে ।
পার করে পঞ্চাশ ,
আয়নাতে সবকিছু ফিকে ।

এখনই তো মন বলে ,
করি কিছু , করিনি যা আগে ।
কত কত ইচ্ছেরা
হঠাৎই কবর খুঁড়ে জাগে ।

মনে হয় ওই দূরে
পাহাড়ের গা বেয়ে উঠি ।
সাগরের ঢেউ ঘেঁষে
দুহাত বাড়িয়ে খুব ছুটি ।

ওই যে কিশোরী মেয়ে ,
যে পোশাকে আধুনিক হয় !
তেমনই পোশাক পরি ,
প্রেমিকের মন করি জয় ।

চোখেতে কাজল টানি ,
খুব করে ঠোঁটে মাখি রঙ ।
বলে তো বলুক লোকে ,
বুড়ো বয়সেও কত ঢঙ ।

আর তো পাবোনা ফিরে
এসেছি যতটা পথ ফেলে !
যা হইনি তাই হবো ,
কিশোরী জীবন ফিরে পেলে ।

- মহুয়া বিশ্বাস