কংক্রিটে মোড়া এই শহরের ভিড়ে
খুঁজবে কিভাবে ভালোবাসা জানা লোক ।
সব কিছু যদি বেছে নেওয়া যায় তবে
ভালোবাসাগুলো নিলামে বিক্রি হোক ।
প্রেম খুঁজে পাক প্রেমহীন প্রিয়তমা
বন্ধুর খোঁজে কৈশোর যাক ভেসে ।
এই জীবনটা রঙিন মলাটে মোড়া
কি জানি কি আছে উপসংহারে এসে ।
- মহুয়া বিশ্বাস