মরে গেলে তুমি বলবে কি আর কথা ?
মরে গেলে তুমি ভাববে কি আর কিছু ?
বুকে কেন তবে জমিয়ে তুলছো ব্যথা ?
বুকের ভেতর রেখোনা ক্ষোভ কিছু ।
নিজের মতো না যদি তুমি ভাবো
না যদি ধরো নিজের মতটা তুলে ।
যেখানে বলার সেখানে স্তব্ধ থাকো
গর্জে যদি না ওঠো লজ্জা ভুলে ।
তাহলে এমন জীবনের মানে কি ?
মুখ বুজে যদি ভয়ে ভয়ে থাকো সরে !!
তুমি কি ভাবছো বেঁচে আছো তুমি বেশ ?
তুমি তো অনেক আগেই গিয়েছো মরে ।
- মহুয়া বিশ্বাস