দারুন দহনে জ্বলছে পৃথিবী
বাঁচাও তাকে ৷
যে সবল হাত  মাটির বসন
খুলেছে টেনে । কংক্রিটে মুড়ে
পণ্য করেছে  বাজারে এনে !
প্রেমিক , তুমি ছেড়োনা তাদের ।

লালসা মেটাতে গলিত শোণিত
বইয়েছে যারা , ওই বুক খুঁড়ে !
কপাল থেকে সবুজের টিপ
উপড়ে ফেলেছে , পিপাসার জলে
ঢেলেছে বালি ,  দেয়াল গেঁথেছে
শরীর জুড়ে !  
প্রেমিক , তুমি ছেড়োনা তাদের ।

তোমার শিশুটি রাস্তায় কাঁদে
বাঁচাও তাকে ।
ফুসফুসে তার বিষাক্ত বায়ু ,
বিবর্ণ ঠোঁট ।  ফাঁটা ত্বক জুড়ে
জলের আকুতি , ধূসর চোখ ।
প্রেমিক তুমি ফিরিয়ে দিও
তোমার শিশুকে , নীল আঁচল ।
ঢেকে দিও ওই ঝলসানো ত্বক ,
শীতল স্পর্শ , সবুজ কোল ।

- মহুয়া বিশ্বাস