আকাশের শুধু একটাই জিজ্ঞাসা
মেঘ কি কখনো ভালোই বাসেনি তাকে ?
শুনে মেঘ হলো সশব্দে খান খান
বললো ডাকোনি পৃথিবী যেভাবে ডাকে ।
পাহাড়েরও বুকে সকরুণ জিজ্ঞাসা
নদী কি কখনো ভালোবেসেছিলো তাকে ?
পাহাড়ের গলা জড়িয়ে বললো নদী
রাখোনি তো ধরে সাগর যেভাবে রাখে ।
- মহুয়া বিশ্বাস