জীবন তো নয় ছোট্ট এমন
দু চার কথায় কই ।
দেখতে জানলে স্বপ্ন , আর
পড়তে জানলে বই ।
জানতে চাইলে জীবন একটা
মস্ত বড়ো ধাঁধা ।
শুনতে চাইলে হাজার রকম
জটিলতায় বাঁধা ।
জীবন তবু কঠিন তো নয়
কঠিন তো নয় বোঝা ।
হাসতে যদি পারো তবে
জলের মতো সোজা ।
- মহুয়া বিশ্বাস