ঠিক আছো তুমি ? ঘর ঠিক আছে ?
তোমাকে বলছি শোনো ।
অন্যের ঘর ভাঙতে যাদের
জুড়ি নেই আজও কোনো ।
সপ্তাহ মাস বছর জুড়ে , দিন রাত এক করে
ধীরে ধীরে যারা সেঁধিয়ে পড়ছো
অন্যের বাঁধা ঘরে ।
শিল্পীর মতো ঘর ভাঙো যারা , কথা করে নয় ছয়
তাদের বলছি , সাবধান হও
ঈশ্বরে রাখো ভয় ।
তোমার বিচার করবেন তিনি , যেদিন সময় করে।
একটা ইঁটও বাঁচবে না জেনো
তোমার সাজানো ঘরে ।
- মহুয়া বিশ্বাস