তোমাকে দেখতে যাবো ...
দুপুরের ঝাঁ ঝাঁ রোদ পেরিয়ে , কৃষ্ণচূড়ার টুকটুকে লাল কিম্বা হলুদ রাধাচূড়ার
রঙ গায়ে মেখে ,
হাজির হবো তোমার সামনে ।
ভুলে গেলে মনে করিয়ে দেবো
সেই রবীন্দ্রসদন , সেই বৃষ্টি নামা ,
সেই কাকভেজা হয়ে প্রথম ,
জড়োসড়ো ইংরেজি সিনেমা ৷
মনে করিয়ে দেবো , ভিক্টোরিয়া ,
গাছের তলা , কাঠের বেঞ্চ , সবুজ ঘাস ,
প্রথম হাতে হাত .....।
ট্যাক্সিতে নিশ্চুপ দুজন , প্রথম
বিচ্ছেদের ব্যথা অনুভব ।
মনে করাবো হলুদ শাড়ি ,
তোমার সেই ভালো লাগা রঙ ।
কাছে আসা প্রথম , বিহ্বলতা প্রথম ,
ভয়ে ভয়ে অনেক রাতে বাড়ি ,
টেলিফোনে কথা দীর্ঘক্ষণ ।
মনে করাবো রেস্টুরেন্ট , চিলি চিকেন
পালিয়ে যাবার প্ল্যান ।
তোমার দ্বিধাদ্বন্দ্ব , আমার অভিমান ।
অবশেষে হলুদ শাড়ি , মালাবদল ,
শুভদৃষ্টি সেরে ,
নিরুদ্দেশে হারিয়ে যাবার কথা ...
মনে করাবো আজকে আবার তিরিশ বছর পর ।
তিরিশ বছর পেরিয়ে এসে যাবো তোমার কাছে ।
ফিরিয়ে দিও ,
যে মনখানি তোমার কাছে আছে ।
- মহুয়া বিশ্বাস