আমার অবাধ্য এক মন ,
তোমার বাধ্য করা খাঁচায়
খায় ভবিষ্যতের বুলি ,
আর গোপনে হাত আঁচায় ।

দিই প্রেমের নির্বাসন
রাখি বইয়ের পাতায় চোখ ।
এক জীবন শুরুর আগে ,
আরেক জীবন ব্যর্থ হোক ।

আমার বাতিল সবুজ মাঠ ,
কিম্বা কল্পিত রাজপাট ,
আমি হাত দিয়ে রোজ মুছি
কিছু স্বপ্নের গুঁড়ো ছাট ।

তোমার বন্ধ মনের দোরে
আমি প্রশ্ন রাখি রোজ ।  
বলি উল্টো স্রোতের কথা ,
করি  নতুন ভোরের খোঁজ ।

তবু হয়না কিছুই বদল ,  
আর হলেই বা কি হতো !
জানি গল্প শোনে যারা ,  
তারা সবাই আমার মতো  ।

- মহুয়া বিশ্বাস