কানার দেশে যে জন আয়নার দোকানি,
সেজন জানে তার মনে দুঃখ্য কতখানি।
দোকানি বলে, আয়না বড় চক চকা।
লোকে বলে তুই আস্ত একটা বোকা।
দোকানি বলে, আয়নাতে মুখ দেখা যায়।
লোকে বলে, পৃথিবীতে দেখবার কিছু নাই।
দোকানি বলে, সবুজ ঘাস, শ্যামলে ভরা এই ধরনী।
লোকে বলে, সবুজ কি? তাতে কি হয় শুনি।
দোকানি বলে, এ আমি কোথায় এলাম?
কানার দেশে আয়না বেঁচতে এসে, বোকা হয়ে গেলাম।