হাজার টাকা আছে যার
সে চাই হতে লাখপতি।
লাখপতি কয় আমি গরীব
কোটি ছাড়া কোন গতি?


মোটা চাই পাতলা হতে
চিকনার চাওয়া উল্টা।
বৃদ্ধের চাই সুস্থ দেহ
যৌবনে করে ভুলটা।


রোদ থাকলে কয় বৃষ্টি ভালা
গরম খারাপ শীতে  জ্বালা।


এই মানুষের কিসে সুখ
কিসে যাবে অভাব
নারী পুরুষ আলাদা হলেও
একই রকম স্বভাব।