তুমি বড় সাধু!


তুমি ফাইলের ভিতরে করে ঘোষ নাও,
তুমি সুদের টাকা আরাম করে খাও।
দেনা সুদে অনিচ্ছা তোমার,
পাওনা আদায়ে লড়াই,
তোমার গরীব স্বজন উপোষ থাকে,
বড় লোক বন্ধু পেট ভরে খায়!
তুমি নামাজ, রোযা,হজ্ব কর,
সুযোগ পেলে মানুষ মার।
মুখে তোমার সাধুর বুলি,
পোষাক,চেহেরায় ফুলের কলি।
তোমার অন্তর ভরা নোংরামিতে,
দেহে প্রচুর সাজ,
তুমি মিয়া কেমন মানুষ?
ভাবতেই লাগে লাজ।
চুরি ভাটপারি আর কথায় মধু,
তুমি বড় সাধু, তুমি বড় সাধু!