শঙ্খবাস

শঙ্খবাস
প্রকাশনা যৌথ সংকলন
প্রকাশনী প্রত্যালীঢ়
সম্পাদক মহীন রীয়াদ
প্রচ্ছদ শিল্পী মহীন রীয়াদ
স্বত্ব প্রত্যালীঢ়
প্রথম প্রকাশ অগাস্ট ২০০৯
সর্বশেষ প্রকাশ অগাস্ট ২০১০
সর্বশেষ সংস্করণ দ্বিতীয় সংখ্যা
বিক্রয় মূল্য ৩০
বইটি কিনতে চাইলে এখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত বর্ণনা

একটি দৃষ্টান্তবাদী সাহত্যিকাগজ।

প্রকাশিত সংখ্যাঃ
১। প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, আগস্ট ২০০৯।
২। দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, আগস্ট ২০১০।

ভূমিকা

#
শঙ্খবাস-এর এ-সংখ্যা যেভাবে সাজাতে চেয়েছি অথবা
যেসব লেখা প্রকাশ করার মধ্য দিয়ে
কাগজটিকে আলোর মুখ দেখানোর ইচ্ছে ছিল,
অনেক চেষ্টা করেও তার বারোআনা ভাগ সংগ্রহ করতে পারি নি।

এ-সংখ্যার মধ্য দিয়ে কাগজটির যাত্রা শুরু হলো, অচেনা এক পথে
—যে-পথ দুঃখ-আনন্দময়।

এ-ধরনের পত্রিকা সাধারণত নিয়মমাফিক বের হয় না।
পরবর্তী সংখ্যা কবে বের হবে, সুনির্দিষ্টভাবে বলতে পারছি না।

পাঠকমহলে কাগজটি কীভাবে গৃহীত হবে,
এ-নিয়ে আশংকাও থাকছে।

বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ না-জানিয়ে পারছি না।

এ-সংখ্যার বিভিন্ন লেখা সম্পর্কে পাঠকদের প্রক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রত্যাশা করছি।

প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, শ্রাবণ ১৪১৬ : আগস্ট ২০০৯।

#
আচরণগত জায়গায় শঙ্খবাস প্রথম সংখ্যা থেকেই অঘোষিতভাবে দৃষ্টান্তবাদী।
এর, দায় দর্শনগত, সীমাবদ্ধতা এখানেই।

বর্তমান সংখ্যায় কাগজটি তিনজন লেখকের মুক্তগদ্য প্রকাশ করে
উত্তর আধুনিকতাবাদ ও দৃষ্টান্তবাদের দার্শনিক তফাৎ দেখানোর চেষ্টা চালিয়েছে।

গত সংখ্যা নিয়ে পাঠকদের বিক্ষুদ্ধতা ভালো লেগেছে;
তবে তা লিখিত রূপ নিলে উপভোগ্য হতো।

এ-সংখ্যার বিভিন্ন লেখা সম্পর্কে প্রক্ষুব্ধ নয় বিক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রত্যাশা করছি
পাঠকদের পাশাপাশি লিখিয়েদের কাছে।

বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানাতেই হচ্ছে।

দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, শ্রাবণ ১৪১৭ : আগস্ট ২০১০।