বড্ড জানতে ইচ্ছে করছে ,
বলতে পারো আমার শূন্যতায় আজ কে আশ্রয় নিয়েছে
কে প্রতিদিন দরজাটা খুলে দেয় অফিসের প্রয়োজনে
কে প্রতিদিন প্রতীক্ষা করে এই দরজার পিছনে !


বড্ড জানতে ইচ্ছে করছে ,
খারাবের টেবিলে এখনো সেই খুঁতখুঁতে স্বভাব টা আছে
গোসলের শেষে তোয়ালেটার জন্য কি কাউকে ডাকো
নাকি নির্বাক তাকিয়ে থাকো , করো প্রতীক্ষায় l


বড্ড জানতে ইচ্ছে করছে ,
কাঁটা বেঁছে খাবার অভ্যাসটা কি হয়েছে তোমার
নাকি আমার মত কেউ বেছে দিচ্ছে ,
আর তুমি প্রতীক্ষায় থাকো সেই হাত দুটোর দিকে তাকিয়ে l


বড্ড জানতে ইচ্ছে করছে ,
তুমি কি আগের মত এখনো রাগ করো অল্পতেই
আমার কিন্তু বেশ লাগতো , তুমি কি অন্য কারোর সাথে রাগ করো
তোমার প্রচণ্ড রাগের মধ্য কি ? আমার মত সে শক্ত করে জড়িয়ে ধরে l


বড্ড জানতে ইচ্ছে করছে ,
তুমি কি এখনো কারো মাথায় বিলি কেটে দাও ,
কারো জন্য ফুল নিয়ে ঘরে ফেরো খোঁপায় গুজে দেবার জন্য
তারপর কারো ঠোটে আকাশ ছুঁয়ে দাও গভীর মমতায় l


বড্ড জানতে ইচ্ছে করছে ,
তোমার ঘরের এ্যালবামে আমার ছবিগুলো কি এখনো আছে
নাকি জায়গা সঙ্কুলতার বেড়াজালে ময়লার জুড়িতে হারিয়েছে
নাকি তোমার প্রযুক্তির আড়ালে সরলতা ঘুমিয়ে গেছে l
১-৯-২০১৮