খুব ইচ্ছে করছিল , একটু শব্দ করে বলি ভালোবাসি
সামনে দারিয়ে একবার বলি , খুব ভালোবাসি তোমায়
সব লজ্জা শরম ভুলে চোখের দিকে অপলক তাকিয়ে থাকি
খুব ইচ্ছে করছিল , জড়তা ভেঙে হাত দুটো শক্ত করে ধরি l


কিন্তু ইচ্ছে টা মরে বাস্তবতার কাছে , কি যেন এক অজানা ভয়ে
কিসের এক শূন্যতা এসে , তিরস্কার করে যায় ,
আমি বলি বলি করে বলে দেই , তবুও থাকে দুরুত্ত
আমি খুঁজে পাই না , বুকচাপা ভালোবাসার গুরুক্ত l


তবুও ইচ্ছেরা বেড়ে ওঠে রাত বিরাতে, নিবু নিবু জলে প্রদীপ
রাতের নীরবতায় , অপ্রকাশিত কবিতার পাতায়
তুমি তো ঘুমিয়ে আছে আর তোমার ভাবনায় জেগে
ভিতরে অস্থির - বাহিরে শান্ত - প্রেমের আভেগে l