এমন ভান করছো ,
হয়ত চেননা তুমি  এই পথ
কোন কালে এ পথে হেঁটেছো
যেন এ পথের ধুলোয় তোমার  শ্বাস - কষ্ট হবে
সম্মান হানি হবে , জাত যাবে l
ঢাকা শহরের আবর্জনা আর সাপ - ক্ষোপে
তোমায় গিলে খাবে l


এমন ভান করছো ,
হয়ত চেননা তুমি  এই পথ
অথচ তুমি এই পথে আমায় -
হাটতে তুমিই শিখিয়ে ছিলে l
কতবার সামনে আসতে টুকরো টুকরো কাজের ছলে
সব কিছুই আমার জন্য একটু  বেশি বেশি হত -
বেশি বাগ গল্প - প্রাণ পেত খাবারের টেবিলে
তারপর করিডরে বসে থাকা , প্রতীক্ষায় থাকা তোমার l
ভাবতে তুমি কিছুই বুজতাম না , বুজতাম সবিই
সারাদিন যেন তোমায় দেখি , দেয়েছিলে তাই ছবি l


সেই ছবি নিয়ে পৃথিবী আবিষ্কারের চেষ্টা
প্রেম দিয়ে হোল , সে পথের শেষটা l


এর পর কাছে এসে , ধীরে ধীরে
আমিটা  আমার থেকে চুরি করে l


এমন ভান করছো যেন তুমি আমায় চেনই না
সব ঠিক , শুধু আমিই পথের কাটা
এই অচেনা পথে এলে , তোমার অ্যালার্জি হবে
সামনে আগলেই , তুমি ভয় পাবে l  
জানি না কোন শোধ - প্রতিশোধে -
চেনা পথ ও , আজ তোমার অচেনা l
২০১০ , মিরপুর - ১০