জীবনটাকে মাঝে মাঝে বহমান নদীর মত মন হয়,
কখনো সরল কখনো বক্রপথে অজানার পানে ছুটে যায়,
সামনের পথ দীর্ঘ ও অজানা, তবু নেই বিন্দু মাত্র ভয়,
কোন এক অদৃশ্য মায়া টেনে নিয়ে যায় তারে সুদূর মোহনায়।


কেন জানি আমি এ নদীর মত ভয়হীন হতে পারি না কখনো;
এমন কি! তার শান্ত রূপের গভীরেও দিতে পারি না অশান্ত ডুব সাঁতার,
কিন্তু সেই অদৃশ্য মায়া আমিও করি অনুভব - দেখি স্বপ্ন;
সব ভুলে- বর্ষার জোয়ারে আমারও ইচ্ছে করে সুদূর দিগন্ত ছোঁয়ার।


written: 24th July 2014, 6.00pm, Hatir jhil, Dhaka.


Publish: July 24,2014 at facebook;
Republish: Aug 24,2014