একুশ আমার ভালোবাসা, একুশ আমার প্রাণ
রক্তে আছে মিশে লাখো শহীদের দাম।


একুশ আমার ভালোবাসা, একুশ আমার প্রাণ
বীর বাঙালি অস্ত্র দিয়ে এনেছে বাংলার দাম।


একুশ আমার একুশ, একুশে ফেব্রুয়ারি
অমর একুশে আমরা তোমাদেরই স্মরণ করি।


একুশ আমার একুশ, একুশ আমার বাংলা
রফিক, সালাম, বরকত তোমরা করেছিলে
শত্রুর বিরুদ্ধে রোকা।


একুশ আমার একুশ, একুশ আমার মাস
বায়ান্নে মিছিলে রাষ্ট্রভাষা বাংলা চাই
তোমরাই বলেছিলে।


একুশ আমার একুশ, একুশে ভাষার মাস
হলুদ গাঁদা ফুলে তোমাদেরই স্মরণ করি
প্রতিটা বছরের অমর একুশে।


রাষ্ট্রভাষা বাংলা চাই, একটিই ছিল স্লোগান
আত্মত্যাগের বিনিময়ে একুশ আমার আছে লেখা
প্রতিটা কাব্য ভাষায়।