এই শহরে বসবাস করে কুয়াশায় পরেছি ঢাকা
তোর আশাতে মায়া আমার কালো মেঘে ফাঁকা।


ইচ্ছে করে স্বপ্ন গুলো নীরবে করি শেষ
তোর আশাতে জেগে ওঠে সোনার বাংলাদেশ।


আমার মাঝে লুকিয়ে আছে এক কোটি বছর
তোর আশাতে অক্ষমতা আমার নির্বাসন।


আমি সুখ কে প্রশ্ন করি স্বপ্ন জালে কেন আবছায়া
কষ্ট আমায় বলে দিল এটাই নিয়তির মায়া।


আমার মাঝে স্বপ্ন গুলো হচ্ছে বহুরূপী
স্বপ্ন জাহাজে  আটকে থাকে আমার মরুভূমি।