আজ থেকে বহুদিন হয়ে গেল তাকে দেখি না
দেখি না দেখি না বলেই হয় না আর তাকে দেখা..


কোন একদিন দেখেছিলাম
   তবুও না দেখার ভান করে চলে গিয়েছিলাম
কিন্তু ভালো করে আর হলো না তার সাথে আমার দেখা..


আমি মাঝে মাঝে শুনতে পায় প্রিয়তমা নাকি খুব সুখেই আছে,
জীবনের অতীতের গল্প গুলো সে আর করে না মনে..


নিষ্ঠুর এই পৃথিবীটা কতটুকু দিতে পারে আঘাত তা আমার জানা ছিল না আগে


কোন একদিন এমন আঘাতেই পেলাম
যে আঘাতে জীবনের সুখ গুলো চোখের জলে অঝরে ভাসিয়ে দিলাম।


আমি তাকে অনেক ভুলার চেষ্টা করেছি
ভুলতে গেলেই নিজের আত্মাটা অপবাদ দেয় আমাকে


খুব কষ্ট লাগে তাকে ভুলতে গেলে
স্বপ্নের এই শহরটা কাউকে ভালোবেসে পেলে
না হয় কাউকে অন্ধকারে আঘাত করতে শিখে।


বহু দিন বহু কন এভাবেই যায় সময়
ভালোবাসতে বাসতে কাউকে মনে রেখে দিয়ে আজীবন।